প্রাইভেসি পলিসি, কমলিকার কঃ

কমলিকার কঃ একটি ব্যক্তিগত উদ্যোগ । বাংলা লেখার প্রয়াস ।

কমলিকার কঃ, ভারতীয় উপমহাদেশের ভাষাসমূহের জন্য একটি যন্ত্রশিক্ষিত লিপিপদ্ধতি । একটি এপিআই দ্বারা উমুক্ত করা হলো । এই বর্তমান ভার্সন বিটা-১.০, আই-পত্রিকা লগইন সহকারে চালিত হবে । ওপেন-আইডি ও ও-অথ টোকেন দিয়ে এই এপিআই কল করা যাবে

আপনি, নিজের সফটওয়ার সিস্টেমে কমলিকা দ্বারা তৈরি লেখাসমূহ সংগ্রহ করে রাখতে পারেন । কমলিকার কঃ, তার গ্রন্থসত্ব দাবী করে না ।

কমলিকার কঃ, বিভিন্ন সময়ে, বিভিন্ন ওয়েবসাইট থেকে ভাষা ও সাহিত্য তথ্য সংগ্রহ করে থাকে । সেই সংগ্রহে, কোন ব্যক্তিগত নাম, ঠিকানা, ইমেল আই-ডি বা অন্যন্য সনাক্তকরনে সুবিধা হয়, এই রকম তথ্য জমা করে রাখে না । বাংলাভাষার প্রসার ও আধুনিকরণের বিভিন্ন প্রচেষ্টার জন্য পূর্বপরিচিত লেখকদের লেখা ইন্ডেক্স করা হয়েছে ।

কমলিকার কঃ, প্রকাশ্যে প্রকাশিত ওয়েবসাইট থেকেই সাহিত্যরচনা সংগ্রহ করে । কোন প্রাইভেট বা লগইন ব্যাবহার করে না । পাবলিক, ব্লগ ও ওয়েব ম্যাগাজিন পেগগুলি ইন্ডেক্স করে ম্যাসিন লার্নিং এর সাহায্য টেকস্ট ডাটাবেস তৈরী করা হয়েছে । ডাটাবেসটি বর্ধিত হচ্ছে দিন দিন । বাংলাভাষার একটি উন্মুক্ত শব্দাবলীর ইন্ডেক্স তৈরী করা হলো ।

সৌজন্যঃ www.ipatrika.com